রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

editor
নভেম্বর ৭, ২০১৭ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান, আর সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। প্রতিযোগিতার এ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, নেপাল ও মালয়েশিয়া। বি গ্রুপে খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে। ফাইনাল হবে ১৯ নভেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে, ১১ নভেম্বর। ১৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। পরদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, মোহাম্মদ রাকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নাঈম শেখ ও শাকিল হোসেন।
স্ট্যান্ডবাই: সজিব হোসেন, রায়হান রাফসান রহমান, মনিরুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।