ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) ক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবে (২০ নভেম্বর) সোমবার সৌদিআরবে অনুষ্ঠিত বোর্ড সভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, এক্সিকিউটিভ বোর্ড মেম্বারদের মধ্যে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ১নং বোর্ড মেম্বার নির্বাচিত হন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং সাউথ এশিয়ান আরচ্যারী ফেডারেশনের মহাসচিব।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আইএসএসএফএর ১ নম্বর বোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন আন্তরিকভাবে গর্বিত।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।