আজকের প্রভাত প্রতিবেদক: ২১ মার্চ মঙ্গলবার রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত হল শিক্ষা বছরের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় ইভেন্ট বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মাননীয় জেলা প্রশাসক, ঢাকা মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে ৫২ এর ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের মহান আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা মার্চের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে লালন করে একদিন এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে ভবিষ্যতে সেরা ক্রীড়াবিদ হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার আহবান জানান। বর্তমান সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে বাস্তবায়নের জন্য শিক্ষক, অভিভাবক তথা সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি শিক্ষাক্ষেত্রে বর্তমান সময়ের বিভিন্ন উন্নয়নমুখী কর্মপরিকল্পানার বর্ণনা দেন। এছাড়াও প্রতিষ্ঠানের ভালো ফল অর্জনে শিক্ষকদের
ফলপ্রসু পাঠদানে আরো অধিক যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হওয়ার অনুরোধ জানান। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার শুভেচ্ছা বক্তব্যে উইল্স এর অতীত ঐতিহ্যে এবং শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে এবং একদিন এ প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। সভাপতি তার বক্তৃতায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং ২০২৩ শিক্ষাবর্ষকে শিক্ষার মানোন্নয়ন বৎসর হিসেবে ঘোষণাকে বাস্তবে রূপ দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নিরলস পরিশ্রম করার আহবান জানান। তিনি প্রধান অতিথির নিকট থেকে যারা পুরস্কার গ্রহণ করেছে তাদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, “সুস্থ দেহে সুস্থ মন” এ বাণীকে অন্তরে লালন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখার
পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধান অতিথির বক্তব্য শেষে বিভিন্ন শাখায় যথাক্রমে একাডেমিক ক্ষেত্রে ২৬৪ জন, ক্রীড়া ক্ষেত্রে ১৫৩জন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ১৭৭জনসহ মোট ৫৯৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।