ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ১৪ টি দলের অংশগ্রহণে মঙ্গলবার বিকাল ৩:৩০ ঘটিকায় শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে এক্সিম ব্যাংক ২৮তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৭’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুল এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো: আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, সাংগঠনিক কমিটির সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ সহ অন্যান্য কর্মকর্তা।