শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন, ১৪৩১

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা

editor
মার্চ ১১, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত রিপোর্ট: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রমজান। আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই ব্রিফিং হয়।
আজ সোমবার রাতে তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। শেষ রাতে সেহেরি খেয়ে রোজা পালন শুরু করবেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।