ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৭ থেকে ২৪ ডিসেম্বর ঢাকায় প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের চ্যাম্পিয়নশিপের আসর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে লড়াই হবে ভারত, নেপাল ও ভুটানের। ১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেপাল। ১৯ ডিসেম্বর ভুটান এবং ২১ ডিসেম্বর স্বাগতিক দল খেলবে ভারতের বিপক্ষে। লিগ ভিত্তিতে চারটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুটি দল ২৪ ডিসেম্বর লড়বে ফাইনালে। দল কম হওয়া প্রসঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, টুর্নামেন্ট চার দল নিয়ে হবে সেটা আগেই ঠিক করা। কারণ পাকিস্তানের উপর আছে ফিফার নিষেধাজ্ঞা। মালদ্বীপের মহিলা ফুটবলের কোনো বয়সভিত্তিক দল নেই। আভ্যন্তরীণ সমস্যায় খেলতে পারছে না শ্রীলংকা। তাই চার দল নিয়ে লিগ ভিত্তিতে হবে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ।