নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদলের নেতাদের গ্রেফতার করছে। আর তারই শিকার সংগঠনির সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। আকরামুল হাসানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব থেকে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে আকরামুল হাসানকে আটক করে ডিবি পুলিশ।
বিএনপি মহাসচিব বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানকে আজ গ্রেফতারের ঘটনায় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আরো বলীয়ান হবে। তারা বর্তমান শাসকগোষ্ঠীর নির্যাতনের বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।
অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসিচব।