নিজস্ব প্রতিবেদক : চলতি নভেম্বর মাসেই নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আগামী ২২ নভেম্বর সাভার, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেন, সাভারে নির্বাচন কমিশনার কবিতা খানম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এবং গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকরা তথ্য জানতে পারবেন।