নিজস্ব প্রতিবেদক: জনগণকে প্রলুব্ধ করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে জনগণকে প্রলুব্ধ করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে লুটপাট হয়।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন। অন্যদিকে ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস দেখিয়ে সৌদি আরবে শপিং মল বানিয়ে ফেলছে।
তিনি আরো বলেন, তারা যে ষড়যন্ত্র করছে তাতে বাংলার মানুষ ধরা পড়বে না বলে আমার বিশ্বাস।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।