রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ, ১৪৩১

বিজ্ঞান ভিত্তিক মুক্ত চিন্তার সমাজ চাই: উপদেষ্টা শারমীন মুরশিদ

Omar Faruk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ২৯ সেপ্টেম্বর,রবিবার:
আমরা এমন একটি দেশ চাই যে দেশ হবে শিশু বান্ধব। এমন একটি সমাজ চাই যে সমাজ হবে শিশুর মুক্ত চিন্তার উৎকৃষ্টতম স্থান। প্রতিটি পাড়া মহল্লাহ শিশুদের জন্য থাকবে খেলাধুলার স্থান, বেড়ে ওঠার নির্মল পরিবেশ। আমরা চাই প্রতিটি পাড়া মহল্লায় থাকবে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ। আমরা বিজ্ঞান ভিত্তিক মুক্ত চিন্তার সমাজ চাই। আমাদের বর্তমান সভ্যতা আসলে বিজ্ঞানভিত্তিক সভ্যতা। যে সভ্যতায় উদ্ভাবিত সব প্রযুক্তি এই বৈজ্ঞানিক নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার দিবসটির প্রতিপাদ্য “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ।

উপদেষ্টা শারমীন বলেন, জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা এমন কিছু দেখেছে যা তাকে কোমাল মতি শিশু কথাটি মানতে দিচ্ছে না। আমরা তাদের কোমলভাবে ভালোবেসে আদর করে কাছে ডাকিনি। আমাদের সন্তাদের চলার সাথি যখন গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পরলো। তখনও আমাদের আপনাদের বিবেক নারা দিয়েছে, আর না এখনই রুখতে হবে। শিশুদের সাথে মা-বাবা রাজপথে শিশুর সুরক্ষায় তার পশে অধিকার আদায়ে সংগ্রামে। আমরা আর ৫ আগস্টে ফিরে যেতে চাই না।

উপদেষ্টা আরো বলেন, আমরা সত্য সত্য বলিনি,অন্যায়কে সহ্য করেছি মুখ বুঝে। আমাদের নীতি নৈতিকতা বধির হয়ে গিয়েছিল । আমাদের নিজেদের মধ্যে নৈতিকতা না থাতেলে শিশুদের কি শিক্ষা দিবো? আজকের শিশু বৃদ্ধি দিপ্তর যায়গায়, জ্ঞানের যায়গায় থেকে তাদের অনুপ্রাণিত করতে হবে। আমরা কেনো আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছিনা? ২০২৪ সালের এই শিশুরাই ছিল অগ্রভাগের সৈন্য। এই শিশুরাই এনে দিয়েছে নতুন এক বাংলাদেশ। তাদেকে এক নতুন নিরাপদ বাংলাদেশ উপহার দেয়া, একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ উপহার দিয়া আমাদের দায়িত্ব। আমাদের ধৈর্য ধরতে হবে, মানুষকে সম্মান দিতে হবে। সমাজের নৈরাজ্যতা ভাঙ্গতে হবে বলেন উপদেষ্টা। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ সংস্কারক ও উদ্যোক্তা উল্লেখ করে বক্তারা আরও বলেন, শিশুদের আনন্দ দিতে হবে। আনন্দের মধ্য দিয়ে নীতি-নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার ও পড়াশোনা শেখাতে হবে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজ শেখাতে হবে। এতে তার চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপত্বি করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে স্বাগত বক্ত্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক,তানিয়া খান (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথির বক্ত্য রাখেন সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial