ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ মনিরুল আমিন মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৪৬ বছর বয়সী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় মনিরুল আমিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
২০১০ সালে বিসিবির মেডিকেল বিভাগে ক্রীড়া চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার পর থেকে সাকিব-তামিমদের যথাযথ চিকিৎসা সেবা দিতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
শুরুর দিকে মনিরুল আমিন বিসিবির মেডিক্যাল কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে ২০১০ সালে যোগ দেন মেডিকেল বিভাগে।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।