বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক, ১৪৩১

ভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা

editor
ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছিল, আদতে ততটা সহজ ছিল না ভুটান। এএফসি আঞ্চলিক পর্বে যে দলকে দুবছর আগেও ১৬ গোল দিয়েছিল বাংলাদেশ, সেই পাহাড়বেষ্টিত দলটির বিপক্ষে মঙ্গলবার স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে। ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে রয়েছে বাংলাদেশ। যেই জয়ে ভূমিকা ছিল আঁখির জোড়া গোল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ছেড়ে কথা বলেনি। আগ্রাসী ফুটবল খেলেছে শুরু থেকেই। কিন্তু ভুটান নিজেদের রক্ষণ এমনভাবে জমাট করে রেখেছিল যে গোলমুখ উন্মুক্ত করাটাই কঠিন হয়ে পড়ে। তহুরা-মার্জিয়া-মনিকারা ম্যাচের পুরো সময়জুড়ে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে কারিকুরি করলেও আগের মতো বড় ব্যবধান রেখে জিততে পারেনি।
ম্যাচের ১১ মিনিটে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ভুটান গোলরক্ষক কর্মা যুদেনের হাত ফসকে যাওয়া বলে শট নিতে পারেনি মনিকা। তবে পরের মিনিটে ঠিকই জালে বল জড়াতে সক্ষম হয়। দ্বিতীয় কর্নার পেয়েছিল বাংলাদেশ। মার্জিয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোলটি করেন ডিফেন্ডার আঁখি খাতুন। এই অর্ধে ১১ টি কর্নার পেয়েও বাংলাদেশ গোল করতে পারে মাত্র একটি,
২৭ মিনিটে মনিকা চাকমার জোরালো শট বারের ওপর দিয়ে যায়। ৩৭ মিনিটে আনুচিং মগিনির শট সাইড বারে লেগে ফিরে আসে, ফিরতি বলটিও মার্জিয়ার শট গোলরক্ষক কর্মা যুদেন কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন।
বিরতির পর আরও দুটি গোল হয়েছে। ৫৬ মিনিটে মার্জিয়ার বাম প্রান্তের কর্নারে আঁখি খাতুনের বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে স্কোর হয় ২-০।
৬১ মিনিটে স্কোর ৩-০ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার বাঁ পায়ের জোরালো শট নিলে তা সাইড বারে লেগে ফিরে আসে।
৭৯ মিনিটে তহুরার বদলি হিসেবে নেমে অবশেষে স্কোর ৩-০ করেন সাজেদা খাতুন। বক্সে ঢুকে গড়ানো শটে গোলরক্ষকের বাঁ দিক দিয়ে গোলটি করেন তিনি।
বৃহস্পতিবার পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial