আজকের প্রভাত রিপোর্ট: ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশের গ্রাফিতি সম্পর্কিত একটি আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বইটিতে ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালে জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় ছাত্র-তরুণদের আঁকা কয়েকটি সেরা শিল্পকর্মের ছবি রয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এই আর্টবুক উপহার দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এটা পাশবিক শক্তিকে প্রতিহত করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের আবেগ, আশা ও আকাঙ্ক্ষাকে চিত্রিত করে।’
তিনি মার্কিন প্রতিনিধিদের বলেন, ‘আমি আপনাদের ঢাকার দেয়ালগুলো দেখার জন্য অনুরোধ করবো। এই গ্রাফিতিগুলো এখনও বিদ্যমান। এগুলো কেবল বিপ্লবের পরেই আঁকা হয়নি। জুলাই মাসে বিক্ষোভ চলাকালীন ছাত্ররা সরকারি বাহিনীকে অমান্য করে গ্রাফিতি আঁকেন।’
শিল্পকর্মের ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তরুণ চিত্রশিল্পীরা দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করার পর ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়। শক্তিশালী বার্তা দেওয়ার জন্য তারা স্লোগান ও কবিতা লিখেছেন। এই বার্তাগুলো বিপ্লবের চেতনা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।’
প্রধান উপদেষ্টা স্মরণ করেন কীভাবে ছাত্রছাত্রীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থনে বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, ‘তাদের কাছে রঙ ও ব্রাশ কেনার টাকা ছিল না। জনগণ তাদের সমর্থন করতে এগিয়ে এসেছিল।’
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন।