রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে কিশোর উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

editor
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদ : জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জল হত্যার মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য আব্দুল মালেককে গ্রেফতার ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় স্থানীয় লোকজন এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়া গ্রামের উসর আলীর ছেলে ও শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উজ্জল মিয়াকে (১৪) গত ২৭ মার্চ সন্ধ্যায় ইফতারের সময় স্থানীয় কিশোর গ্যাং হিসেবে পরিচিত তার বন্ধুরা ডেকে নিয়ে হত্যা করে। এরপর ৩১ মার্চ দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংকি থেকে উজ্জলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলার দায়ের করলেও কিশোর গ্যাং পরিচালনাকারী ও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডোয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক এখনও গ্রেফতার হয়নি। উল্টো আড়ালে অবস্থান করে আব্দুল মালেক মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও কলকাঠি নাড়ছেন।
মানববন্ধনে নিহতের বাবা উসর আলী, চাচাতো ভাই আমিনুল হক, ফুফাতো ভাই মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য লোকজন বক্তব্য রাখেন।
তারা দ্রুত সময়ের মধ্যে ইউপি সদস্যসহ সকল আসামী গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, উজ্জল হত্যামামলার ১ নম্বর আসামী মো. পরানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারেও অভিযান ও তদন্ত অব্যাহত আছে। ইউপি সদস্য আব্দুল মালেক এ ঘটনায় জড়িত কিনা, সব আসামী গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জানা যাবে বলেও তিনি জানান।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial