বিনোদন প্রতিবেদক: ২০২১ সালের মাঝ ডিসেম্বর থেকেই আলোচনায় থাকা ‘কাগজের বউ’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে চলছে। আসছে ১৯ জানুয়ারি সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক ডি এ তায়েবকে।
এ ব্যাপারে চয়নিকা বলেন, ১৯ জানুয়ারির জন্য পুরো প্রস্তুতি চলছে। বলতে পারেন শেষ মুহূর্তের প্রস্তুতি। শিগগিরই ট্রেলার দেখা যাবে প্রেক্ষাগৃহে। পাশাপাশি পোস্টারগুলো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, গুরুত্বপূর্ণ সিঙ্গেল স্ক্রিনে পাঠিয়ে দেওয়া হবে।
‘হুব্বা’ও ১৯ জানুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছে, এ ব্যাপারে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসছে সেটা ভাবছি না, আমার কনটেন্ট কথা বলবে। তাছাড়া আমাদের ডেট আগেই নেওয়া তাই মুক্তির বাইরে অন্যকিছু নিয়ে ভাবছি না।
জানা গেছে, ‘কাগজের বউ’র গল্প এমন- পরীমণি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব তবে ভীষণ মেধাবী এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর।” এভাবেই এগুতে থাকে সিনেমাটি।
এতে গরীব মেধাবী স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ডিএ তায়েব।
‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান, মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, সোহান খান প্রমুখ অভিনয় করছেন।