মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ, ১৪৩১

খালেদা জিয়ার নির্দলীয় সরকারের স্বপ্ন পূরণ হবে না: বাণিজ্যমন্ত্রী

editor
নভেম্বর ১৩, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি কোনো দিনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি কোনো দিনও পূরণ হবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনেই। তাতে কেউ না এলে কিছু যায় আসে না।
এর আগে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে ঘোষণা দেন খালেদা জিয়া।
এ সময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন, সেনাবাহিনী মোতায়েন ও ভোটগ্রহণে ইভিএম ব্যবহার না করারও দাবি জানান।
খালেদা জিয়ার এসব দাবির পরিপ্রেক্ষিতেই সোমবার বাণিজ্যমন্ত্রী মন্তব্য করলেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।