ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সদস্যদের জন্য আয়োজিত ডিবিএল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালতে চ্যাম্পিয়ন হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল। বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। মাহমুদুন্নবী চঞ্চল টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, এককে রানারআপ, আর্চ্যারিতে রানারআপ হয়েছেন। এছাড়া দাবা, শুটিং, আরচ্যারি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ক্যারম ইভেন্টে সেরাদের পুরস্কৃত করা হয়। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। অনুষ্ঠানে সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। নতুন সদস্যরা হলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, তোফায়েল আহমেদ, নাগিব বাহার রাতুল, মো. নাজমুস সাকিব, মাহফুজুল ইসলাম, একেএম ফয়জুল ইসলাম, মো. সাজিদ মুস্তাহিদ, সৈয়দ ফায়েজ আহমেদ, সাইফুল ইসলাম রুপক, ইকবাল কাউসার, জাফিউল ইসলাম বাবু, আনোয়ার হোসেন সিয়াম ও টি ইসলাম তারিক।