ক্রীড়া প্রতিবেদক : সাইফ স্পোর্টিং শক্তিমত্তায় মোহামেডান বেশ এগিয়ে। অন্তত পয়েন্ট টেবিলে দল দুটির অবস্থানই বলে দেয় কার কেমন শক্তি। রোববার মাঠে নামার আগে ১৫ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ রোববার সাইফকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে প্রথম দেখায় হাড্ডাহাড্ডি লড়াই করে মোহামেডান ৩-২ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। ঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ও সাইফের ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে সুযোগগুলো কাজে লাগিয়ে তিন-তিনটি গোল করে মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। এ সময় কিংসলে সিগোজি গোল করে এগিয়ে নেন দলকে। ৪৮ মিনিটে ওয়ালসন গোল করে ব্যবধান ২-০ করেন। আর ৫৭ মিনিটে কিংসলে তার জোড়া গোল পূর্ণ করে মোহামেডানকে ৩-০ গোলের বড় জয় এনে দেন। জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।