Thursday , 8 June 2023
আপডেট
Home » খেলাধুলা » শুরু হলো ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ
শুরু হলো ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ

শুরু হলো ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ

ক্রীড়া প্রতিবেদক : ক্রনী গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ-২০১৭ ঢাকা ভলিবল স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে। ঢাকা ভলিবল ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ-২০১৭ উদ্বোধন ঘোষনা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মঈনুল ইসলাম বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদকদ্বয় এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল ও মোঃ আজিজুর রহমান, টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ তাবিউর রহমান পালোয়ান, প্রিমিয়ার বিভাগ লীগের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রথম ও দ্বিতীয় বিভাগ লীগের সম্পাদক কাজী আব্দুল হান্নান। উদ্বোধনী দিনে প্রিমিয়ার বিভাগের তিতাস ক্লাব ২৫-২০, ২৫-১৩ ও ২৫-২২ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। এবারের লীগে ৩টি বিভাগে মোট ২৮ টি ক্লাব দল অংশগ্রহণ করছে। ২৭ নভেম্বর ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*