Wednesday , 7 December 2022
আপডেট
Home » আপডেট নিউজ » ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি
ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি

ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ষষ্ঠ অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের এই সংলাপ হবে।
শ্যাননের বাংলাদেশ সফর বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দূতাবাস সূত্রে আরো জানা গেছে, সংলাপে রাজনীতি, অর্থনীতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক বিষয়ে আলোচনা করবে দুই পক্ষ।
সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্ডার সেক্রেটারি শ্যানন। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*