ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায়। রিখটাল স্কেলে ভূমিকম্পের এ মাত্র ছিল ৪ দশমিক ৭ মাত্রা। আজ বুধবার বেলা ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রোবায়েত আহমেদ বলেন, আজ সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। তিনি আরো জানান, ঢাকা ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি