Saturday , 10 June 2023
আপডেট
Home » অনলাইন » বিডিআর হত্যাযজ্ঞে আপিলের রায় ২৬ নভেম্বর
বিডিআর হত্যাযজ্ঞে আপিলের রায় ২৬ নভেম্বর

বিডিআর হত্যাযজ্ঞে আপিলের রায় ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর-বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাযজ্ঞের মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আগামী ২৬ নভেম্বর ঘোষণা করবেন হাইকোর্ট।
আলোচিত মামলাটির রায় দেবেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল জানান, বৃহস্পতিবার প্রকাশিত বেঞ্চটির আগামী রোববারের (১২ নভেম্বর) কার্যতালিকায় আগামী ২৬ নভেম্বর রায় প্রদানের জন্য রয়েছে আপিল মামলাটি।
গত ১৩ এপ্রিল এ মামলার বিচারিক কার্যক্রম শেষে যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন হাইকোর্ট।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৩ সালের ০৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ৮৪০ জন আসামির মধ্যে আরও ১৬০ জনকে যাবজ্জীবন, ২৫১ জনকে তিন থেকে দশ বছরের কারাদণ্ড এবং ২৭৭ জনকে খালাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*