Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ ফুটবলে বিশাল জয়
শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ ফুটবলে বিশাল জয়

শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ ফুটবলে বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পায় মাহবুব হোসেন রক্সির দল। দুই গোল করেছেন মাহবুবুর রহমান সুফিল, একটি করে গোল বিশ্বনাথ ঘোষ ও রিয়াদুল হাসান রাফির।
তাজিকিস্তানের হিজর স্টেডিয়ামে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। খেলার ১৩ মিনিটে বিশ্বনাথ ঘোষ দলকে এগিয়ে দেন। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদুল হাসান। ৩৮ মিনিটে দলকে ৩-০ গোলের লিড এনে দেন, মাহবুবুর রহমান সুফিল। প্রথমার্ধেও ইনজুরি টাইমে সুফিল আরো এক গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়, বাংলাদেশের তরুণরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থান পায় বাংলাদেশের তরুণরা। এতে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে ৫টি। আর হজম করেছে ১টি গোল।
এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল অনূর্ধ্ব-১৯ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*