Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » পাইওনিয়ার ফুটবল লিগের চ্যাম্পয়িন কিং স্টার ক্লাব
পাইওনিয়ার ফুটবল লিগের চ্যাম্পয়িন কিং স্টার ক্লাব

পাইওনিয়ার ফুটবল লিগের চ্যাম্পয়িন কিং স্টার ক্লাব

ক্রীড়া প্রতিবেদক : প্রায় তিন মাস ঝুলে থাকা পাইওনিয়ার ফুটবল লিগের চ্যাম্পয়িন জিতেছে কিং স্টার ক্লাব। ২৭ মিনিটে হেমন্তের গোলে এগিয়ে যায় মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল সেন্টার। ৬২ মিনিটে রাজা শেখের গোলে সমতায় ফেরে কিংস স্টার। ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন কিংস স্টারের আক্কাস আলী।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে আসাদুজ্জামান ফুটবল একাডেমিকে। গোল করেছেন সীমান্ত ১৪ মিনিটে এবং পেনাল্টি থেকে আল আমিন ৫৪ মিনিটে। লিগে চ্যাম্পিয়ন হয়েছে কিংস স্টার স্পোর্টিং ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কিংস স্টার স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল সেন্টারকে। ফাইনালের সেরা বিজয়ী দলের গোলরক্ষক শহীদুল ইসলাম, আর লিগের সেরা একই দলের স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*