Friday , 9 June 2023
আপডেট
Home » বিনোদন » আমি ‘সেক্স সিম্বল’ নই : নেহা ধুপিয়া
আমি ‘সেক্স সিম্বল’ নই : নেহা ধুপিয়া

আমি ‘সেক্স সিম্বল’ নই : নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের শুরুতেই তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘সেক্স সিম্বল’ তকমা। তবে এ তকমাতে মোটেও স্বস্তিবোধ করেন না তিনি। তুমহারি সুলু সিনেমার প্রচারণায় এসে এমনটা জানিয়েছেন নেহা।
নেহা ধুপিয়া বলেন, “আমি সত্যিই খুশি যে, এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। যখন কেউ আমাকে ‘সেক্সি’ বলে সম্বোধন করে খুবই বিরক্ত লাগে। আমি এই শব্দটা অপছন্দ করি। মানুষ আমাকে ‘সেক্স সিম্বল’ বলে ডাকে, তখন আমার মনে হয় বলি, দয়া করে এটি বলবেন না। আমি এমন নই।”
“কোনো দিক থেকে আমার ‘সেক্স সিম্বল’ হওয়ার যোগ্যতা আছে বলে মনে হয় না। সবাই মনে করে আমি খুব আবেদনময়ী। কিন্তু আমি এমনটা মনে করি না। আমি বাস্তববাদী এবং নিজে কী তা জানি”-বলেন জুলি অভিনেত্রী।
শুক্রবার মুক্তি পেয়েছে তুমহারি সুলু। এতে একটি রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম মারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেনী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*