Saturday , 25 March 2023
আপডেট
Home » গরম খবর » কালকের সমাবেশ আ.লীগের নয়, মুক্তিযুদ্ধ-স্বাধীনতায় বিশ্বাসীদের: কাদের
কালকের সমাবেশ আ.লীগের নয়, মুক্তিযুদ্ধ-স্বাধীনতায় বিশ্বাসীদের: কাদের

কালকের সমাবেশ আ.লীগের নয়, মুক্তিযুদ্ধ-স্বাধীনতায় বিশ্বাসীদের: কাদের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবারে অনুষ্ঠিতব্য সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ নয়, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসীদের সমাবেশ বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথাবলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কালকের সমাবেশ ৭ মার্চের স্বীকৃতির সেলিব্রেশন।’ ‘৭ মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের সমাবেশেও আওয়ামী লীগের সমাবেশ নয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায়বিশ্বাসী সবাই আসবে।’
এই ময়দান থেকেই ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা যুদ্ধের জন্য দেশবাসীকে প্রস্তুত করেছিলেন সঙ্গেবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’-বঙ্গবন্ধুর এই আহ্বান সম্বলিত ভাষণটিকে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এরই মধ্যে বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতি উদযাপনের অংশ হিসেবেই সোহরাওয়ার্দী উদ্যানেই নাগরিক সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*