Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা শুরু
বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা শুরু

বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বেঙ্গল প্লাষ্টিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৭ এর শুভ উদ্বোধন রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আলী আকরাম, এ.জি.এম. (অপারেশন), বেঙ্গল পলিমার ওয়ারস লি: জনাব মো: মোস্তফা খায়ের, ডি.এম.ডি, ফার্ষ্ট সিজিউরিটি ইসলামী ব্যাংক লি: এবং জনাব এস এম মান্নান (কচি), ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ, অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর জনাব এ এস এম হায়দার সহ বিটিএফ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২৪ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, হংকং, ভারত, কোরিয়া, ফিলিপাইনস, আমেরিকা ও শ্রীলংকা হতে ২২ জন বালক ও ১৫ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*