নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতি নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ৯টা ৪০মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ে পরামর্শ করতে এই বৈঠক ডাকা হয়েছে। ৭৪ জন উপদেষ্টাদের মধ্যে ৫২ জন উপস্থিত রয়েছেন। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে চেয়ারপারসন গত ২৩ অক্টোবর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে, ১৫ নভেম্বর ২০ দলীয় জোটের শরীক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এবং ১৮ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
