ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) ক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবে (২০ নভেম্বর) সোমবার সৌদিআরবে অনুষ্ঠিত বোর্ড সভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, এক্সিকিউটিভ বোর্ড মেম্বারদের মধ্যে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ১নং বোর্ড মেম্বার নির্বাচিত হন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং সাউথ এশিয়ান আরচ্যারী ফেডারেশনের মহাসচিব।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আইএসএসএফএর ১ নম্বর বোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন আন্তরিকভাবে গর্বিত।
