Thursday , 8 June 2023
আপডেট
Home » খেলাধুলা » এশিয়ার কংগ্রেসে আরচ্যারি ফেডারেশনের ৬ জন প্রার্থী নির্বাচিত
এশিয়ার কংগ্রেসে আরচ্যারি ফেডারেশনের ৬ জন প্রার্থী নির্বাচিত

এশিয়ার কংগ্রেসে আরচ্যারি ফেডারেশনের ৬ জন প্রার্থী নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া’র কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেসে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া’র এক্সিকিউটিভ বোর্ড গঠন করার উদ্দেশ্যে বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩টি ভাইস-প্রেসিডেন্ট পদে ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সর্বোচ্চ ৩২ ভোটের মধ্যে. ২৮ ভোট পেয়ে ১ নম্বর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। কনস্টিটিউশন এন্ড রুলস কমিটিতে ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান সিদ্দিকী মেম্বার নির্বাচিত হন। প্যারা আরচ্যারি কমিটিতে বাংলাদেশের মো. আনিসুর রহমান মেম্বার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আরচ্যারি কমিটিতে ৯টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। জাজ কমিটিতে ১১টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য মো. ফারুক ঢালী সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। স্পোর্টস সাইন্স এন্ড মেডিকেল কমিটিতে ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য ডা. এহছানুল করিম সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*