Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » শনিবার থেকে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ শুরু
শনিবার থেকে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ শুরু

শনিবার থেকে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ শুরু

ক্রীড়া প্রতিবেদক : আগামী শনিবার থেকে ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩৫ দেশের ৪০২ জন তীরন্দাজ ও কর্মকর্তাদের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টকে সামনে রেখেই ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এশিয়ার সর্বোচ্চ এই আসরে বাংলাদেশের লক্ষ্য সেরা দশে থাকা। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই লক্ষ্যের কথা জানান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সেইসঙ্গে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে স্বাগতিক দল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারি দলও ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরচ্যারি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) মাইনুল ইসলাম। এ সময় ওয়ার্ল্ড আরচ্যারি’র সহ সভাপতি ও এশিয়ান আরচ্যারি’র সাধারণ সম্পাদক সাং হো-উম উপস্থিত ছিলেন। এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে গত কয়েক মাস ধরেই টঙ্গীতে অনুশীলন করেছে বাংলাদেশের আরচ্যারিরা। তবে তাদের অতৃপ্তি রয়েছে মুল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করতে না পারা। রোমান সানা বলেন, এখানে অন্তত ১০ দিন অনুশীলন করতে পারলে আরেকটু ভালো হতো। তবে দেশের মাটিতে খেলা বলে স্বপ্ন দেখছেন এই তীরন্দাজ। রোমান বলেন, এশিয়ার সেরারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তবে দেশের মাটিতে খেলা। আশা করছি আগের চেয়ে ভালো ফল করতে পারব। আমরা সেমিফাইনালকে লক্ষ্য রেখে ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। ১৮ সদস্যের বাংলাদেশ দল : রিকার্ভ ইভেন্ট পুরুষ দল: মো. রোমান সানা, ইব্রাহিম শেখ রেজওয়ান, তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল।
রিকার্ভ ইভেন্ট নারী দল: বিউটি রায়, রাদিকা আক্তার শাপলা, নাসরিন আক্তার, নাসরিন আক্তার এবং রাবেয়া খাতুন।
কম্পাউন্ড দল পুরুষ: আবুল কাশেম মামুন, নাজমুল হুদা, মিলন মোল্লা এবং এহসান আহমেদ।
কম্পাউন্ড দল নারী: সুস্মিতা বণিক, রোকসানা আক্তার, বন্যা আক্তার এবং বিপাশা আক্তার।
যুব অলিম্পিক দল: ইব্রাহিম শেখ রেজওয়ান, রাদিকা আক্তার শাপলা, রাবেয়া খাতুন, সাকিব মোল্লা এবং ইতি খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*