Thursday , 8 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ১৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ
১৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ

১৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক : ১৭ ডিসেম্বর ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০১৭। দক্ষিণ এশিয়ার দেশ সাতটি দলেও এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে চারটি দেশ। দলগুলো হল স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। খেলা হবে লিগ পদ্ধতিতে, প্রত্যেক দল প্রত্যেক দলের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। উদ্বোধনী দিনের অপর ম্যাচে খেলবে বাংলাদেশ ও নেপাল। ১৯ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। এদিন পরের ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভারত। ২১ ডিসেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ভুটান খেলবে নেপালের বিপক্ষে। ২২ ও ২৩ ডিসেম্বর বিরতি। ২৪ ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল লড়াই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*