Thursday , 8 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ফুটবলে বিশেষ অবদানের জন্য হুজ হু এ্যাওয়ার্ড পেলেন কাজী মোঃ সালাউদ্দিন
ফুটবলে বিশেষ অবদানের জন্য হুজ হু এ্যাওয়ার্ড পেলেন কাজী মোঃ সালাউদ্দিন

ফুটবলে বিশেষ অবদানের জন্য হুজ হু এ্যাওয়ার্ড পেলেন কাজী মোঃ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার দ্বিতীয় বারের মত রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে হুজ হু বাংলাদেশ ২০১৭ পদক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, সাংবাদিকতা, কর্পোরেট এবং নারী উদ্যোগতাদের স্ব স্ব ১২ টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হুজ হু বাংলাদেশ-২০১৭ পদক প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবছরে মনোনীত গুণী জনদের হাতে এ পদক তুলে দেন।
বাংলাদেশ ফুটবল ফেডাশেনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য যে, হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় গুণী জনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক প্রদান করে আসছে।
এখন পর্যন্ত সারা বিশ্বে ৩৩ হাজার গুণী জনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে হুজ হু। বাংলাদেশের গুণী জনরা ২০১৬ সাল থেকে এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*