ক্রীড়া প্রতিবেদক : ব্যাডমিন্টন এসোসিয়েশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় সাউথ এশিয়ান রিজিওনাল অনূর্ধ্ব-২১ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত খেলায় নেপালের কাছে ১-৪ সেটে হেরে এই পদক লাভ করে লাল সবুজ দলের শাটলাররা।
এর আগে দলগত বিভাগে ভুটানকে ৫-০ সেটে ও মালদ্বীপকে ৩-২ সেটে হারিয়ে আশা জাগিয়ে ছিল বাংলাদেশ দলের শাটলাররা। কিন্তু শেষ ম্যাচে নেপালের কাছে ৪-১ সেটে হেরে তৃতীয় হয়েছে তারা।
বাংলাদেশ দলের শাটলাররা হলেন : আল আমিন জুমার, আব্দুল হামিদ লোকমান, গৌরব সিংহ, উর্মি আক্তার এবং রেশমা আক্তার।
