ক্রীড়া প্রতিবেদক : জাপানের ওয়াকো সিটিতে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল এককের যুব ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের অর্ণব সারার।
এর ফলে তিনি সরাসরি জায়গা করে নিয়েছেন আসন্ন যুব অলিম্পিকে। শনিবার চীনের ঝ্যাং চ্যাংহং ২৫০ স্কোর গড়ে জেতেন স্বর্ণপদক। আর ২৪৯.৫ পয়েন্ট স্কোর করেন অর্ণব।
২০১৭ সালে শুরুতে অর্ণব জাতীয় এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে ৫৯৯ স্কোর গড়ে রেকর্ড গড়েছিলেন।
জাপানে পদক জেতায় অর্ণবের সামনে আরও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ হয়ে গেল। ২০১৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় যুব অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেলেন তিনি।
সাধারণত বাংলাদেশ থেকে যেকোন অলিম্পিকের আসরে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিতে হয়। এক্ষেত্রে অবশ্যই অর্ণব ব্যতিক্রম।
