Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » দ্বিতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা শুরু
দ্বিতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা শুরু

দ্বিতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে পল্টন মাঠে শুরু হয়েছে ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা-২০১৭। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা (১২ ডিসেম্বর) মঙ্গলবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। রোববার সকালে পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য পারভীন পুতুল, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রখফার সুলতানা খানম পুলিশের এআইজি, এডমিন। উদ্বোধনী দিনে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পল্টন মাঠে দিনের প্রথম খেলায় মানিকগঞ্জ জেলা ১০-০ পয়েন্টে বরগুনা জেলা দলকে পরাজিত করে। পরের ম্যাচে জামালপুর জেলার সঙ্গে ৫-৫ পয়েন্টে ড্র করে মানিকগঞ্জ জেলা সেমিফাইনালে ওঠে। কিশোরগঞ্জ জেলা তাদের প্রথম ম্যাচে জয়পুরহাটকে ২০-০ পয়েন্টে উড়িয়ে দেয়। পরের ম্যাচে চট্টগ্রাম জেলাকে ১০-০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে। নারায়ণগঞ্জ জেলা তাদের প্রথম ম্যাচে ঢাকা জেলাকে ১৫-০ পয়েন্টে হারায়। আর পরের ম্যাচে জয়ে সেমিফাইনালে ওঠে। নড়াইল জেলা তাদের প্রথম ম্যাচে ২৫-০ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারায়। পরের ম্যাচে একই ব্যবধানে হবিগঞ্জ জেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*