Saturday , 25 March 2023
আপডেট
Home » অন্যান্য » উই স্মার্টফোন এর সাথে পাঠাও সমঝোতা চুক্তি
উই স্মার্টফোন এর সাথে পাঠাও সমঝোতা চুক্তি

উই স্মার্টফোন এর সাথে পাঠাও সমঝোতা চুক্তি

আজকের প্রভাত প্রতিবেদক : আমরা হোল্ডিংস লিমিটেডের উই স্মার্টফোন এবং পাঠাও-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি গুলশানে পাঠাও’র কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় পাঠাও-এর রাইডার ও ক্যাপ্টেনরা উচ্চ মানের হ্যান্ডসেটগুলো কেনার ক্ষেত্রে আকর্ষণীয় অফার পাবেন।
অনুষ্ঠানে উই-এর পক্ষ থেকে অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার এ এম এহসান-উল-হক ও পাঠাও-এর পক্ষ থেকে রাইডস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার আহমেদ হাশেমী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাও’র বিজনেস ডেভলপমেন্ট জামিউল ইসলাম রাহাত, আমরা ডিজিএম-ব্রান্ড এবং কমিউনিকেশন এর মুনতাসির আহমেদ, পাঠাও’র এক্সিকিউটিভ বিজনেস ডেভলপমেন্ট ওয়াহিদুল ইসলাম, আমরা টেকনোলজিসের হেড অফ কর্পোরেট অ্যান্ড আইওটি কাজী সোহেল শরীফসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*