Friday , 9 June 2023
আপডেট
Home » মিডিয়া » ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ৩১ ডিসেম্বর
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ৩১ ডিসেম্বর

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ৩১ ডিসেম্বর

আজকের প্রভাত প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতীয় প্রেস ক্লাবে ডিএসইসির নির্বাচন কমিশনের বৈঠকে বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ডিএসইসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুসারে, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা ও খসড়া প্রকাশ, ২২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর মোহসিন আল আব্বাস, ডিএসইসির সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ ও কায়কোবাদ মিলন এবং বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনকে সহায়তা করেন ডিএসইসির সভাপতি কে এম শহীদুল হক, সহ-সভাপতি সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, ডিএসইসির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ডিএসইসির সদস্য হেমায়েত হোসেন ও এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*