ক্রীড়া প্রতিবেদক : ভারত থেকে দারুণ খবর পাঠালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দাবা দল। দেশটির আহমেদাবাদে চলমান দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের কিশোররা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। শনিবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ৩-১ পয়েন্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা।
ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অস্টেলিয়ার পার্লে হাঙ্গস্টসকে ও সুব্রত বিশ্বাস ঝাউ ইসায়াককে পরাজিত করেন। নাইম হক ও নোশিন আঞ্জুম ইয়াং গর্ডোন ও ওয়াকিন্স সোফির সাথে ড্র করেন।
ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।
