Thursday , 8 June 2023
আপডেট
Home » গরম খবর » সুষ্ঠু নির্বাচনে হলে জনরায় মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচনে হলে জনরায় মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুষ্ঠু নির্বাচনে হলে জনরায় মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে, বিএনপি তা মাথা পেতে নেবে।’ শনিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জনগণ বিএনপিকে এবারও প্রত্যাখ্যান করবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তার (ওবায়দুল কাদের) সব কথায় আমি উত্তর দিতে চাই না। তবে, এই কথা খুব স্পষ্ট, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে জনগণই ঠিক করবে, তারা কাকে চায়। তখন জনগণ যে রায় দেবে, আমরা সেই রায় মাথা পেতে নেবো।’
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পথে প্রতিবন্ধকতা ছিল বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বার বার খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। যেন আমরা সময়মতো শ্রদ্ধা জানাতে আসতে না পারি।’ তিনি আরও বলেন, ‘৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমাদের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের জন্য। দুঃখের বিষয় আজকে ৪৬ বছর পরও বলতে হচ্ছে, আমরা সেই লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারিনি, স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়নি।’
দেশে গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের অধিকার হরণ করা হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না। ব্যক্তিগত নিরাপত্তাও চলে গেছে। কারণ সরকার আমাদের শাসন করছে বেআইনি ও অনৈতিকভাবে। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে প্রায় সব ব্যবস্থা পাকাপোক্তও করেছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ এখান থেকে শপথ নিয়েছি, আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই করছি, তা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*