Saturday , 10 June 2023
আপডেট
Home » অন্যান্য » ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এনেছে সিস্টেম আই টেকনোলজিস
ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এনেছে সিস্টেম আই টেকনোলজিস

ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এনেছে সিস্টেম আই টেকনোলজিস

আজকের প্রভাত প্রতিবেদক : আবারও পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নেওয়ার ল্যাপটপ এক্সচেঞ্জ অফার চালু করলো সিস্টেম আই টেকনোলজিস লিমিটেড।
নতুন বছরকে সামনে রেখে চালু হওয়া অফারটি মাসব্যাপি ১৯ ডিসেম্বর আজ থেকে শুরু হয়ে চলবে পুরো জানুয়ারি ২০১৮ পর্যন্ত চলবে।
এ সময়ের মধ্যে সচল পুরাতন ল্যাপটপ জমা দিয়ে যেকোন ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সিস্টেম আই টেকনোলজিসের ওয়েবসাইটে ল্যাপটপের তালিকা থেকে গ্রাহক নতুন ল্যাপটপ পছন্দ করতে পারবেন।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://systemeye.net এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*