Friday , 24 March 2023
আপডেট
Home » খেলাধুলা » ২০১৮ সালে ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএল-এর নিলাম
২০১৮ সালে ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএল-এর নিলাম

২০১৮ সালে ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএল-এর নিলাম

ক্রীড়া ডেস্ক : আইপিএলের একাদশ আসর শুরু হবে এপ্রিলে। তার আগে জানুয়ারির শেষ সপ্তাহে হবে নিলাম। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন জেষ্ঠ্য কর্মকর্তার দেওয়া তথ্যমতে ২০১৮ সালে জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। এর আগের আসরগুলোর নিলামও বেঙ্গালুরুতে হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। ৪ জানুয়ারির মধ্যে দলগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিবে। ১৮ জানুয়ারি অকশনে ওঠা খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ২৫ জন খেলোয়াড় নিয়ে দল সাজাতে আগে ৬৬ কোটি রূপি খরচ করতে পারত। এবার খরচ করতে পারবে ৮০ কোটি রূপি। মূলত আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বৃদ্ধি পাওয়ায় দলগুলো আগের চেয়ে বেশি খরচ করার সুযোগ পাচ্ছে।
জেষ্ঠ্য ওই কর্মকর্তা জানিয়েছেন আইপিএল হল টাকার খেলা। আইপিএলের ইতিবাচক দিক হল এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু মেধাবী খেলোয়াড় পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*