Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ২২ ডিসেম্বর থেকে শুরু ৪১তম জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
২২ ডিসেম্বর থেকে শুরু ৪১তম জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

২২ ডিসেম্বর থেকে শুরু ৪১তম জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

সুমন চৌধুরী : বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পুষ্ঠপোষকতায় ২২ ডিসেম্বর শুক্রবার শুরু হচ্ছে ৪১তম জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। চৗাম্পিয়নশীপের উদ্বোধন করতে ঢাকায় এসেছেন আইএএএফ সহসভাপতি ও এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাতারের জেনারেল দাহলান আল হামাদ। তিনদিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে দেশের এ্যাথলেটিক্সসের অবস্থা দেখাতেই মূলত তাকে আনা হচ্ছে ।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, বাংলাদেশে এশিয়ান এ্যাথলেটিক্সসের প্রথম কোন বড় কর্তা আসছেন। আশা করি আমাদের খেলা দেখে তিনি বাংলাদেশের এ্যাথলেটিক্স সম্পর্কে নতুন ধারনা নিয়ে যাবেন। পাশাপাশি তার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তার প্রত্যাশা করছেন ফেডারেশনের কমৃকর্তরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ফেডাশেনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম ও শাহ আলম এবং ইকবাল হোসেন, সদস্য জয়ন্ত কুমার দেব ও কবিরুজ্জামান কবির এবং ৪১তম জাতীয় এ্যাথলেটিক্সের পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাজ্জাজ বিন মাহফুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দাহলান আল হামাদ এশিয়ান এ্যাথলেটিক্সসের এই সভাপতি একই সঙ্গে আন্তর্জাতিক অ্যমেচার এ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) সহ-সভাপতি পদেও রয়েছেন। হামাদের তিনদিনের বাংলাদেশ সফরে বেশকিছু কর্মসূচিও নির্ধারণ করেছে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বুধবার রাত নয়টায় নগরীর একটি হোটেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সাক্ষাত করেন তিনি। আগামীকাল সকাল ১০টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। দুপুর ১২টায় ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হকের সঙ্গে সাক্ষাত করবেন।
বিকেল চারটায় সচিবালয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে দেখা করবেন। শুক্রবার দুপুর তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্সসের উদ্বোধন করবেন। শনিবার সকালে ঢাকা ছেড়ে যাবেন দাহলান আল হামাদ।
জাতীয় এ্যাথলেটিক্সের এবারের আসরে দেশের ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্¦বিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সার্ভিসেস দলের প্রায় ৫০০ অ্যাথলেট অংশ নেবে। তিনদিনের প্রতিযোগিতায় পুরুষদের ২২টি এবং মহিলাদের ১৪টি ইভেন্টে অংশ নেবে। প্রতিয়োগিতার বাজেট প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা যার মধ্যে আট লাখ টাকা প্রদান করবে পৃষ্টপোষক প্রতিষ্ঠান। রবিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আরী কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*