Friday , 9 June 2023
আপডেট
Home » রাজনীতি » জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না: সিইসি
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না: সিইসি

নিজস্ব প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
একই সাথে তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে এর ব্যবহার সম্ভব হবে না।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।
এসময় রংপুরের নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তুষ্ট জানিয়ে সিইসি বলেন, ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হয়েছে।
নির্বাচনে ভোটদানে বাধা দেয়া হচ্ছে বলে বিএনপি যে দাবি করতে সে ব্যাপারে সিইসি বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। কেননা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।
আর যারা অভিযোগ তুলেছেন তারা কেউ ভোটার নন বলেও মন্তব্য করেন সিইসি।
তিনি বলেন, যারা অভিযোগ করছেন তারা ভোটার না। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি রংপুরের সঙ্গে। সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছি।
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোথাও কোথাও ইভিএম ব্যবহার হবে। আগামী জাতীয় নির্বাচনে সম্ভব হবে না। তবে আমরা প্রস্তুত রেখে যাব, পরবর্তীতে বাস্তবায়ন হবে।
এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*