Friday , 9 June 2023
আপডেট
Home » শিল্প ও বাণিজ্য » প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছেন : মুহিত
প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছেন : মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছেন : মুহিত

নিজস্ব সংবাদদাতা: ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই ব্যাংকটিকে লুটপাট করে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৪৩তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।
বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুল হক ও সৈয়দ এপতার হোসেন পিয়ার।
অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আছে, সংকট কাটাতে একটু সময় লাগবে। তিনি বলেন, ‘আমাদের দেশে ব্যাংকের পতন হয় না। আমরা হতে দিই না।’
সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেন। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*