নিজস্ব প্রতিবেদক: ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য একটি বার্তা।’
ভোটের ফলাফলে আওয়ামী লীগ পরাজিত হলেও রাজনীতির বিজয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে ভোটের ফলাফলে আওয়ামী লীগ পরাজিত হলেও বিজয় হবে রাজনীতির। এটা গণতন্ত্রের বিজয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা আবার রেকর্ড বুকে স্থান পেয়েছে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো সব নির্বাচনে জিতবো না। স্বচ্ছ নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, আমরা মেনে নেই।’
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লায় পরাজিত হয়েছি সেটাও মেনে নিয়েছি। জয়-পরাজয় আমরা মেনে নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের