ডেস্ক রিপোর্ট: বহুল প্রত্যাশিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগের পর নানারকম শঙ্কা আর ভয়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে ফলাফল ঘোষণা।
১৯৩ কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত বেসরকারিভাবে ফলাফলে ৯৬ কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন।
তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৮০৫ ভোট, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকায় পেয়েছেন ৩৩ হাজার ১১৪ ভোট এবং বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ধানের শীষে পেয়েছেন ১৬ হাজার ৯২০ ভোট।
