ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকালে ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতাটি আগামী ২৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চলবে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ফায়ার সার্ভিস অংশ গ্রহণ করবে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা ভলিবল ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৭ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং মোঃ জাকির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এসময়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদকদ্বয় এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল, মোঃ আজিজুর রহমান।
উদ্বোধনী দিনের ১ম খেলায় বাংলাদেশ সেনা বাহিনী ২৫-০৯, ২৫-১৭, ২৫-২০ পয়েন্টে ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে পরাজিত করে।
