ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় টিম বিজেএমসিকে।
জয়ী দলের গোল করেন দুই ফরোয়ার্ড চার্লি শেরিংহাম ১৬ মিনিটে এবং জুয়েল রানা ৮০ মিনিটে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-০।
নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা সাইফের নবম জয়। তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। আছে পয়েন্ট টেবিলের আগের চতুর্থ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা নবম হার। ১৭ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের সপ্তম স্থানেই ১২ দলের মধ্যে।
