ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রানার গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামীকাল থেকে ৩০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত রানার বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা এর আয়োজন করা হয়েছে। শনিবার প্রতিযোগিতা উপলক্ষে ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও রানার গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন এই তথ্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর রোকন উদ্দিন আহমেদ, টুর্নামেন্ট রেফারী আহমেদ জিয়াউর রহমান।
টেনিস ফেডারেশনের এ বছরের ক্যালেন্ডারের রানার বিজয় দিবস শেষ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় (১) পুরুষ একক, (২) পুরুষ দ্বৈত, (৩) মহিলা একক, (৪) মহিলা দ্বৈত, (৫) বালক একক অনূর্ধ্ব ১৬ বছর, (৬) বালক দ্বৈত অনূর্ধ্ব ১৬ বছর, (৭) বালক একক অনূর্ধ্ব ১৪ বছর, (৭) বালিকা একক অনূর্ধ্ব ১৪ বছর, (৮) বালক একক অনূর্ধ্ব ১২ বছর, (৯) বালিকা একক অনূর্ধ্ব ১২ বছর, (১০) মিনি টেনিস (বালক একক অনূর্ধ্ব ১০ বছর, বালিকা একক অনূর্ধ্ব ১০ বছর, বালক একক অনূর্ধ্ব ৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব ৮ বছর, বালক একক অনূর্ধ্ব ৬ বছর ও বালিকা একক অনূর্ধ্ব ৬ বছর) এবং (১১) সিনিয়র দ্বৈত ৫৫+ ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রতিযোগিতায় বিজয়ীদের দুই লাখ পঁচানব্বই হাজার টাকার প্রাইজমানি হিসেবে প্রদান করা হবে।
প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, উত্তরা ক্লাব লি:, গুলশান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাইকমিশন ক্লাব, আমেরিকান ক্লাব, অফিসার্স ক্লাব – ঢাকা, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, মানিকগঞ্জ ক্লাব, ময়মনসিংহ ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঝালকাটি টেনিস ক্লাব, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবা, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, নেভি ক্লাব, সেনানিবাস অফিসার্স ক্লাব, নওগাাঁ টেনিস ক্লাব, নারায়নগঞ্জ ক্লাব, আনসার ভিডিপি ক্লাব ও জাতীয় টেনিস কমপ্লেক্স (২৩ টি) ক্লাব হতে ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।
